এশিয়া চ্যাম্পিয়নদের বড় অর্থ পুরস্কার দেবে বিসিবি | চ্যানেল আই অনলাইন

এশিয়া চ্যাম্পিয়নদের বড় অর্থ পুরস্কার দেবে বিসিবি | চ্যানেল আই অনলাইন

সংযুক্ত আরব আমিরাতে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। এশিয়া চ্যাম্পিয়ন দলটিকে বড় অর্থ পুরস্কার দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার মিরপুরে বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে আজিজুল হাকিম তামিমের দলের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা দেন তিনি। বলেছেন, ‘যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে দেবে বিসিবি।’

গত ৮ ডিসেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৯৮ রানে। জবাবে ব্যাট করতে নামা ভারতকে ১৩৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।

৯ ডিসেম্বর জাতীয় চ্যাম্পিয়ন দলটির জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

GOVT

Shoroter Joba

Scroll to Top