রিয়ালে মানিয়ে নেয়ার সময় শেষ এমবাপের | চ্যানেল আই অনলাইন

রিয়ালে মানিয়ে নেয়ার সময় শেষ এমবাপের | চ্যানেল আই অনলাইন

চলতি মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখান কাইলিয়ান এমবাপে। নতুন ঠিকানায় মানিয়ে নিতে ফরাসি তারাকাকে বেগ পেতে হচ্ছে খুব। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অনেকবারই মানিয়ে নিতে এমবাপেকে সময় দেয়ার কথা বলেছিলেন। তবে এবার বলেছেন, সেই সময় শেষ হয়েছে। স্পেন জায়ান্টদের ইতালিয়ান কোচ মনে করছেন, সেরা অবস্থায় আছেন ২৬ বর্ষী ফরোয়ার্ড।

আনচেলত্তির এমন বলার পেছনে যুক্তিও অবশ্য আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে ৫ গোল করেছেন এমবাপে। গত বুধবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পাচুকার বিপক্ষে রিয়ালে ৩-০ গোলের জয়ের ম্যাচেও রিয়ালের প্রথম গোলটি করেন এমবাপে। চলতি মৌসুমে প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১৩ গোল করেছেন এমবাপে। জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা।

চলতি পঞ্জিকাবর্ষে নিজেদের শেষ ম্যাচে রোববার সেভিয়ার মুখোমুখি হচ্ছে রিয়াল। ঘরের মাঠে লা লিগার ম্যাচটিতে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপেকে নিয়ে এমন মন্তব্য করেছেন আনচেলত্তি।

‘এমবাপের মানিয়ে নেয়ার সময় শেষ হয়েছে। সে এখন তার সেরা অবস্থায় আছে, তবে সে এখনও উন্নতি করতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সে ভালো খেলেছে। চোট থেকে সেরে উঠেছে সে এবং তাকে আরও অনুপ্রাণিত, রোমাঞ্চিত দেখাচ্ছে। সবার মতো তারও সময়ের প্রয়োজন ছিল, সেই সময় শেষ হয়ে গেছে।’

GOVT

Shoroter Joba

Scroll to Top