ঢাকা মেট্রোর জয়রথ থামিয়ে ফাইনালে রংপুর | চ্যানেল আই অনলাইন

ঢাকা মেট্রোর জয়রথ থামিয়ে ফাইনালে রংপুর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টিতে লিগপর্বে একমাত্র ঢাকা মেট্রো সাত ম্যাচের সাতটিতে জয় পেয়েছিল। প্লে-অফে এসে জয় যাত্রা থামল মোহাম্মদ নাঈম শেখদের। আসরের প্রথম কোয়ালিফায়ারে মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১০৭ রান তোলে। জবাবে নেমে নেমে চার বল ও চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

রংপুরের কাছে হারলেও আসর শেষ হয়নি ঢাকার। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে নামবে ঢাকা। ম্যাচের জয়ী দল ২৪ ডিসেম্বর ফাইনালে খেলবে রংপুরের বিপক্ষে।

ঢাকা মেট্রোর হয়ে এদিন ব্যাটাররা আলো ছড়াতে পারেননি। সর্বোচ্চ ৩০ রানের ইনিংস এসেছে ইমরানুজ্জামানের ব্যাট থেকে। ৪২ বলের ইনিংসটিতে ছিল চারটি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন আমিনুল ইসলাম। এছাড়া আবু হায়দার রনি ৮ বলে ১৬ রান করেন।

GOVT

রংপুরের হয়ে রবিউল হক ৩ উইকেট নেন। দুটি উইকেট নেন আলাউদ্দিন বাবু।

জবাবে নেমে রংপুরকেও লড়াই করতে হয়েছে। দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১৭ রান এবং আব্দুল্লাহ আল মামুন ১৭ রান করে ফিরে যান। ১৬ রান করেন নাইম ইসলাম। আরিফুল হক ২০ বলে ২২ রান করে আউট হওয়ার পর তানভীর হায়দারের ২৬ বলে ২২ রানের অপরাজিত ইনিংসে রংপুরে জয় নিশ্চিত হয়।

ঢাকা মেট্রোর হয়ে শহিদুল ইসলাম দুটি উইকেট নেন। অ্যালিস আল ইসলাম ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।

Shoroter Joba