কনসার্ট মাতাতে রাতেই ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী – DesheBideshe

কনসার্ট মাতাতে রাতেই ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী – DesheBideshe

কনসার্ট মাতাতে রাতেই ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী – DesheBideshe

ঢাকা, ২০ ডিসেম্বর – চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্টে গাইতে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। অপেক্ষার প্রহর শেষে আজ শুক্রবার রাতেই বাংলাদেশের মাটিতে পা রাখছেন পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক।

আয়োজকরা জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাহাত ফতেহ আলী খানের বিমান অবতরণ করবে।

শনিবার (২১ ডিসেম্বর) চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্টে গাইবেন তিনি।

জুলাই গণঅভ্যুথ্থানে আহত ও নিহতদের সাহাযার্থ্যে আয়োজিত এ কনসার্টে রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। তার সঙ্গে কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে (৯ ডিসেম্বর) সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

ছাত্র- জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। কনসার্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক।

আইএ/ ২০ ডিসেম্বর ২০২৪