পুরো সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি: লিটন | চ্যানেল আই অনলাইন

পুরো সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি: লিটন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

লিটন দাসের নেতৃত্বে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সফল হয়েছে বাংলাদেশ। কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছেন জাকের আলী-শেখ মেহেদীরা। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ অধিনায়ক লিটন বললেন, আমরা ভালো ক্রিকেট খেলেছি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে সিরিজের অধিনায়ক লিটন জানালেন, ‘দেখে থাকবেন, আমরা টেস্ট এবং ওয়ানডেতে ভালো খেলেছি। দুর্ভাগ্যবশত, আমরা ম্যাচ জিততে পারিনি। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছি। সুতরাং, ওই সকল সিরিজ খেলার আত্মবিশ্বাস আমাদের ছিল। সবসময় খেলোয়াড়দের বলেছি চাপ না নিতে, খেলাটাকে উপভোগ করতে। কারণ জানি আমাদের ভালো বোলিং এবং ব্যাটিং আছে। আমরা জানি যেকোনো ধরনের সংগ্রহে জিততে পারি আমরা।’

‘সে (ফিল সিমন্স) আমাদের উপর কোনো চাপ কখনও দেয়নি। আমরা স্বাচ্ছন্দ্যে ক্রিকেট খেলেছি। আমার সিদ্ধান্ত এবং সবকিছু ব্যাখ্যা করেছি। শুধু তিনিই নন, সমস্ত কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সবাই বেশ ভালো। তারা আমাদের জন্য খুব সহায়ক এবং তারা সবসময় আমাদের সাহায্য করে।’

বোলিং উন্নতি নিয়ে লিটন বললেন, ‘অবশ্যই যেকোনো ব্যাটিং লাইনআপের বিপক্ষে লড়তে পারব। ক্রমাগত আমরা উন্নতি করছি। যদি প্রথম এবং দ্বিতীয় ম্যাচ দেখেন, এ উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো ছিল। বলতে চাচ্ছি যে, আমাদের বোলার যেভাবে খেলেছে তা আশ্চর্যজনক, কারণ তাদের (ওয়েস্ট ইন্ডিজ) এ মুহুর্তে আরও ভালো ব্যাটিং লাইনআপ রয়েছে।’

GOVT

‘আমরা তাদের ৮০ রানে হারিয়েছি। এটা আমাদের বোলিংয়ের জন্য বিরাট অর্জন। এই সিরিজে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। যখন আমরা আবারও ক্রিকেট খেলব, আমরা আরও ভালোভাবে ফিরে আসতে চাই।’

Shoroter Joba

Scroll to Top