স্পোর্টস ডেস্ক : অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেলেন হামজা চৌধুরি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
হামজার মতো তারকা খেলোয়াড়ের অন্তর্ভূক্তি বাংলাদেশ দলের জন্য অনেক বড় পাওয়া। দীর্ঘদিন যাবৎ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে খেলছেন হামজা। এছাড়া খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, লাল সবুজের দলের হয়ে খেলবেন ব্রিটিশ বংশোদ্ভুত এই মিফফিল্ডার। অবশেষে হামজাকে নিয়ে অপেক্ষার অবসান হলো।
ফিফার ফুটবল ট্রাইবুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার হামজাকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দিয়েছে। তাই এখন থেকে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা রইল না হামজার।
এদিকে বাফুফের পেজে প্রকাশিত ভিডিও বার্তায় ফুটবলার হামজরা বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি দ্রুতই দেখা হবে।’
‘হাম্মা হাম্মা’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন পাকিস্তানি যুবতী
এর আগে জামাল ভূঁইয়া, কাজী তারিক, রাহবার খানদের মতো প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। এবার সে তালিকায় যোগ হলো হামজার নাম।