বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফরচুন বরিশালের সঙ্গে চুক্তি করেছেন পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিদেশি ক্যাটাগরিতে সরাসরি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
এবারের বিপিএলে এখন পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটারের সংখ্যা কিছুটা কম। বড় নামের মধ্যে প্রথম শাহিনকে আনল বরিশাল।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। পুরো আসরে পাকিস্তানি পেসারকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। ওই সময় সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে পাকিস্তানের।