Last Updated:
Viral News: একরাতে একী ঘটে গেল? সকাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে! ছুটে এলেন সকলে। ভয়াবহ কাণ্ড ঘটল পুকুরে
বাঁকুড়া: রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখন সবকিছু ঠিক ছিল। সকালে উঠেই চোখ কপালে উঠল এক ব্যাক্তির। সকালবেলা পুকুরে যেতেই চক্ষু চড়কগাছ মাছ চাষির। পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই, কাতলা। কীভাবে হল এমনটা? রহস্যজনকভাবে পুকুরে ভাসছে বড় বড় মাছ। মৃত মাছের গন্ধে মো মো করছে গোটা এলাকা। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ছুটে আসেন একাধিক গ্রামবাসী। কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান ওই চাষির। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
ছাতনা ব্লকের জিড়রা গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত জিড়রা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামের বাসিন্দারা এই পুকুরের জল স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করতো। সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন।
আরও পড়ুন: গরম জলে স্নান করছেন? চুলের ক্ষতি না ভাল হচ্ছে? শীতে চুল ভাল রাখতে জানুন চিকিৎসকের মত
মাছ চাষি বিদ্যুৎ সিংহ জানান,’ ৫ কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে,পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হই।’ এ প্রসঙ্গে জিড়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভূদেব মন্ডল বলেন, ‘সকালে খবর পাই, এসে দেখি প্রচুর মাছ ভাসছে, জল পরিশোধনের জন্য চুন ফিটকিরির ব্যবস্থা করা হচ্ছে।’
সবকিছু অনুমান হলেও এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। মাছ চাষি জানিয়েছেন, পুকুরের জলে নামলে গা-হাত-পা জ্বালা করছে। তবে মাথার ঘাম পায়ে ফেলে দুই দশকের বেশি সময় ধরে মাছ চাষ করছেন তিনি, তার এই পরিশ্রমের মাছগুলিকে মরে যেতে দেখে যথেষ্ট মর্মাহত হয়েছেন মাছ চাষি বিদ্যুৎ সিংহ।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata,West Bengal
December 13, 2024 11:33 PM IST