জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেন আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, ‘সাক্ষাতে জাতিসংঘের প্রতিনিধিদল তাঁদের কাছে জানতে চেয়েছে, জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি, অপরাধী যারা আছে, তাদের বিচার হতে হবে। তবে সেটা যেন সুষ্ঠু হয় এবং কোনো ধরনের অবিচার না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।’

Scroll to Top