‘আর্সেনাল ঝড়ে’ প্রথম হার দেখল আমোরিমের ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

‘আর্সেনাল ঝড়ে’ প্রথম হার দেখল আমোরিমের ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ম্যাচের আগেরদিন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম সমর্থকদের সতর্ক করতে বলেছিলেন, আর্সেনাল ঝড়ের কথা। ম্যাচের দিন সেই আর্সেনাল ঝড় দেখেছেন রেড ডেভিলদের পর্তুগিজ কোচ। লিগে ইউনাইটেডের হয়ে প্রথম হারের সাথে বছরের প্রথম হারের মুখ দেখেছেন আমোরিম।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল দুটি গোল করেছে দ্বিতীয়ার্ধে, দুটিই এসেছে কর্নার থেকে। করেছেন জুরিয়েন টিম্বার ও উইলিয়াম সালিবা। সাবেক ক্লাব স্পোর্টিং সিপি বা ম্যানটেস্টার ইউনাইটেডের হয়ে এবছরের প্রথম হার আমোরিমের। তবে দলের পারফরম্যান্স নয়, ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আছেন ৩৯ বর্ষী ম্যানেজার।

আর্সেনালের বিপক্ষে হারের পর আমোরিম সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘বিষয়টি মোটেও এমন নয় যে, আমি সবসময় পরিবর্তন করতে পছন্দ করি। তবে আমাদের স্কোয়াডের সব খেলোয়াড়কে ফিট থাকতে হবে।’

‘উদাহরণস্বরূপ বলা যেতে পারে, হ্যারি ম্যাগুয়েরের একটি সময়সীমা আছে, টাইরেল ম্যালাসিয়ার একটি সময়সীমা রয়েছে, ম্যাসন মাউন্টের একটি সময়সীমা এবং লেনি ইয়োরোর জন্য এটি আরও বেশি প্রযোজ্য। তাই আমাদের খেলা পরিচালনা করতে হবে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন উপায় ও অন্যান্য মাধ্যমে। আগামীকাল আমরা মূল্যায়ন করব এবং যাদের সামান্য চোটের সমস্যা আছে তারা খেলবে না। সুতরাং খেলার ও দলের উন্নতি করতে আমাদের সবাইকে চাই।’

GOVT

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ে টেবিলের তিনে আর্সেনাল। ১৪ ম্যাচে দলটি ২৮ পয়েন্ট পেয়েছে। ইউনাইটেডের অবস্থান ১১তে, পয়েন্ট ১৯।

shoroterjoba

Scroll to Top