পাঁচ গোলের একটিও তার নয়, তবুও ‘গুরুত্বপূর্ণ’ ইয়ামাল | চ্যানেল আই অনলাইন

পাঁচ গোলের একটিও তার নয়, তবুও ‘গুরুত্বপূর্ণ’ ইয়ামাল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মায়োর্কার জালে পাঁচবার বল পাঠিয়েছে বার্সেলোনা, অথচ সেরা তারকা লামিন ইয়ামালের নাম নেই স্কোরশিটে। তারপরও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পেনিয়ার্ড তরুণ, বলছেন কোচ হ্যান্সি ফ্লিক।

লা লিগায় মায়োর্কার মাঠে মঙ্গলবার রাতে ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেন ব্রাজিলীয় তারকা রাফিনহা। একটি করে গোল করেছেন ফেররান তরেস, ফ্রেঙ্কি ডি ইয়ং ও পাউ ভিক্টর।

কাতালুনিয়ার দলটির জন্য ইয়ামাল কতটা জরুরি, সেটা প্রমাণ হয়েছে গত কয়েক ম্যাচে। চোটে চার সপ্তাহ বাইরে ছিলেন এ উইঙ্গার। যে সময়ে লা লিগায় তিন ম্যাচে কেবল এক পয়েন্ট সংগ্রহ করতে পারে ফ্লিকের দল। তাদের খেলা ছিল একদমই ছন্নছাড়া। চোট কাটিয়ে ১৭ বর্ষী ইয়ামাল ফিরতেই যেন বদলে গেছে দলের চেহেরা।

ম্যাচ শেষে কোচের কথায়ও সেটির ইঙ্গিত, ‘আজকে সে (ইয়ামাল) আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। দলের জন্য সবসময়ই সে ইতিবাচক কিছুই বয়ে আনে। আজকে দু-একটি গোলও করতে পারত। সবমিলিয়ে দারুণ খেলেছে।’

GOVT

১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৭। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সার সমান ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মায়োর্কা।

shoroterjoba

Scroll to Top