ক্লাব নটরডেমিয়ান্স-ইন্ডিগো টিটি চ্যাম্পিয়ন সুজন, রাজিব রানার্সআপ | চ্যানেল আই অনলাইন

ক্লাব নটরডেমিয়ান্স-ইন্ডিগো টিটি চ্যাম্পিয়ন সুজন, রাজিব রানার্সআপ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড আয়োজিত সিএনবিএল-ইন্ডিগো টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ’৯৪ ব্যাচের সুজন মাহমুদ। পর পর ৩ বছর সুজন মাহমুদ ক্লাবে টেবিল টেনিস সিঙ্গেলসে চ্যাম্পিয়নশিপের পুরস্কার জিতলেন।

২৮-৩০ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিত ক্লাব নটরডেমিয়ান্সের প্রতিযোগিতায় ১৯৮৩ ব্যাচ থেকে শুরু করে ২০০৭ ব্যাচের ৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন ৯৮ ব্যাচের জিয়াউল হক রাজীব। একই ব্যাচের সাইফুল আলম দিপু প্রথম রানার্সআপ এবং ৯১ ব্যাচের বদরুল আলম দ্বিতীয় রানার্সআপ হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট এবং নটরডেম কলেজের গভর্নর কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ (অবঃ)। এসময় ক্লাবের ইসি সদস্যদের মধ্যে খালেদ বিন সালাম, বদরুল হাসান, আরিফ চৌধুরী, শেখ আমিনুর রহমান চঞ্চল, খালেদ ফয়সাল রহমান জিতু, ক্লাবের টিটি কোচ মোহাম্মদ শাখাওয়াতসহ প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ক্লাব প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ (অবঃ) বলেন, খেলাধুলার মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে নটরডেমিয়ান ভাতৃত্ববোধ আরো সুদৃঢ় করতে বনানীর ১০নং রোডস্থ নতুন ভবনে টেবিল টেনিস, ক্যারামবোর্ড, দাবা, বিলিয়ার্ড এন্ড স্নুকার এবং ইন্টারন্যাশনাল ব্রিজের জন্য দুটি ফ্লোরকে বরাদ্দ রাখা হয়েছে। খুব শিগগিরই ক্লাবে আরো কিছু নতুন ফ্যাসিলিটিজ যুক্ত হতে যাচ্ছে।

GOVT

ক্লাবের স্পোর্টস এন্ড ইভেন্ট ইসি এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের সদস্য মোহাম্মদ খালেদ বিন সালাম টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য টাইটেল স্পন্সর ইন্ডিগো মার্বেল এন্ড গ্রানাইট, পাইনউড ক্যাফে এন্ড কিচেন, অ্যাকফিনট্যাক্স, শালবন রিসোর্ট, আরলা ফুডস এবং একমি বেভারেজ লিমিডেটকে ধন্যবাদ জানান। তার বক্তব্যে ভবিষ্যতে ক্লাবে নিয়মিত বিভিন্ন স্পোর্টস ইভেন্টের কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেন।

shoroterjoba

Scroll to Top