হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল | চ্যানেল আই অনলাইন

হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল | চ্যানেল আই অনলাইন

আগামী বছর হজে গমনকারীদের নিবন্ধনের সময় বাড়াল সরকার। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী হজ নিবন্ধনের সর্বশেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের জন্য জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হলো। এ সময়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। হজ প্যাকেজর সমুদয় কাটা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হজযাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এরপর আর কোনো সময় বাড়ানো হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

GOVT

Chokroanimation

Scroll to Top