এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশে হিন্দু মন্দিরের ক্ষয়ক্ষতির ঘটনায় ভারত সরকারের হস্তক্ষেপ নিয়ে জানতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর ৩টি প্রশ্ন করেছে রাজ্যসভা। প্রশ্নোত্তর পর্বে সেগুলোর উত্তর নিয়ে বিবৃতি প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিবৃতি বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজ্যসভায় করা প্রশ্নের জবাব দেওয়া হলো। প্রশ্নগুলো হচ্ছে, ক. বাংলাদেশে হিন্দু মন্দির ও দেবদেবীর অপবিত্রতা ও ক্ষতিসাধনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে কিনা। খ. যদি তাই হয়, সরকার বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছে কিনা। এবং গ. যদি তাই হয়, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এবং এই ধরনের ঘটনা বন্ধে তাদের প্রচেষ্টা কী?
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং জবাবে বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির ও দেব-দেবীর অপবিত্রতা ও ক্ষতিসাধনের বেশ কয়েকটি ঘটনা জানা গেছে। ২০২৪ সালের দুর্গাপূজার সময় ঢাকার তাঁতীবাজারে একটি পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনাসহ ভারত সরকার এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এছাড়াও তিনি বলেন, সরকার বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে, হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা সরকারের হাতে। সংখ্যালঘুসহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।
