ট্রাম্প প্রশাসনের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন স্কট বেসেন্ট – DesheBideshe

ট্রাম্প প্রশাসনের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন স্কট বেসেন্ট – DesheBideshe

ট্রাম্প প্রশাসনের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন স্কট বেসেন্ট – DesheBideshe

ওয়াশিংটন, ২৩ নভেম্বর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর কালক্ষেপণ করেননি ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রশাসনে একের পর এক সম্ভাব্য মন্ত্রীদের নাম বাছাই করছেন তিনি। এবার অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন রিপাবলিকান নেতা।

গতকাল শুক্রবার ট্রেজারি সেক্রেটারি হিসেবে নিজের দীর্ঘদিনের এই অর্থ উপদেষ্টার নাম ঘোষণা করেন তিনি।

বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত বেসেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে বেশকয়েক বছর শিক্ষকতাও করেছেন। বরাবরই ট্রাম্পের আর্থিক নীতির প্রশংসা করে আসছেন তিনি।

বলা হচ্ছে, শুল্ককে সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতিকে পাকাপোক্ত করতেই তার ওপর দায়িত্ব দিয়েছেন রিপাবলিকান নেতা।

অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে নিজের সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (স্কট) “আমেরিকা ফার্স্ট এজেন্ডার” দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবে।’

এদিকে ট্রাম্প মনোনীত ব্যক্তিদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার দলেরই কর্তাব্যক্তিরা। বিবিসির এক খবরে বলা হয়েছে, রিপাবলিকান শীর্ষ নেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার মন্তব্য করেছেন, ট্রাম্প যাদের বাছাই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিঘ্ন সৃষ্টিকারী।

সিএনএনকে তিনি আরও বলেন, ‘এই বিঘ্ন সৃষ্টিকারীরা এমন ব্যক্তি, যারা স্থিতিশীলতাকে নাড়িয়ে দেবে।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৩ নভেম্বর ২০২৪



Scroll to Top