Last Updated:
Bagtui Violence: মেয়ের বিয়ের জন্য অন্তর্বতী জামিনের আবেদন করেছিলেন আনারুল হোসেন। মানবিক কারণে আনারুল হোসেনের আবেদন মেনে নিয়ে তাকে ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

কলকাতা: বগটুই কান্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের সাত দিনের অন্তবর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। মেয়ের বিয়ের জন্য অন্তর্বতী জামিনের আবেদন করেছিলেন আনারুল হোসেন। মানবিক কারণে আনারুল হোসেনের আবেদন মেনে নিয়ে তাকে ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ২৪ নভেম্বর রামপুরহাটেই আনারুলের মেয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।
অভিযোগ, আনারুলের প্ররোচনাতেই বগটুইয়ে বন্ধ ঘরে পুড়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। আক্রান্তদের পরিবারের এই অভিযোগ চার্জশিটে মেনে নিয়েছে সিবিআই। রামপুরহাট আদালতে সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে আনারুলের বিরুদ্ধে অপরাধে সাহায্য করা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারা প্রয়োগ করা হয়েছে। যদিও আনারুল শুরু থেকেই দাবি করে, সে নির্দোষ।
প্রসঙ্গত, গত ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে খুন হন পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এর কয়েক ঘন্টা পর কাছেই বড়শাল গ্রামে সোনা শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে পুড়ে মৃত্যু হয় ১১ জনের। ২৫ মার্চ এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই চার্জশিটে নাম না থাকায় ইতিমধ্যে ২১ জনের জামিন হয়ে গিয়েছে। ওদিকে ভাদু শেখ খুনে পলাশ খান-সহ ৪ অভিযুক্ত এখনও পলাতক।
Kolkata,West Bengal
November 19, 2024, 3:42 PM IST