এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ব্যাটিংয়ে নামার আগে সতীর্থরা দিলেন গার্ড অব অনার। আগেরদিন প্রথম ইনিংসে নামার সময়ও দেয়া হয় সম্মাননা। ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচে হাজির হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালরা। রোববার ম্যাচে লাল বলে ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন খুলনার বাঁহাতি টপঅর্ডার ব্যাটার।
৩ বলে ১ রান করে ফেরেন সাজঘরে। তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকে নাম লেখানো হল না ইমরুলের।
শনিবার মিরপুরে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে দুই অঙ্ক পেরোলেও টিকতে পারেননি বেশিক্ষণ। ২৭ বলে তিনটি চারে ১৬ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে খেলেন মোটে ৩ বল। এবারও আউট হন এনামুল হকের বলে।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সুমন খানের ৬ উইকেট শিকারের সকালে ১৭২ রানে গুটিয়ে যায় খুলনা। জবাবে ঢাকা করে ১৬০ রান। দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৯ উইকেট হারিয়ে বসেছে ইমরুলের দল।

ইমরুল সবশেষ টেস্ট খেলেছিলেন পাঁচ বছর আগে। ফেরার সম্ভাবনাও ক্ষীণ। যে কারণে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২০১৯ সালের পর টেস্ট দলের দরজা আর খোলেনি ইমরুলের। ঘরোয়া লিগে ধারাবাহিকভাবে রান করলেও তরুণদের দিকে ঝুঁকেছেন নির্বাচকরা। বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট খেলা বাঁহাতি ওপেনার আগের রাউন্ড জানান পরেরটিই হবে লাল বলের শেষ ম্যাচ।
২০০৮ সালের নভেম্বরে সাউথ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক ইমরুলের। দেড় দশকের ক্যারিয়ারে ৭৬ ইনিংসে করেন ১,৭৯৭ রান। করেন তিন সেঞ্চুরি ও চার ফিফটি। সর্বোচ্চ ইনিংসটি ১৫০ রানের। ইমরুল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৩৮টি। করেছেন ৭,৯৪৭ রান।