২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে | চ্যানেল আই অনলাইন

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালন হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৬ নভেম্বর) সেনানিবাস থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের রাস্তাসূহ (শহীদ জাহাংগীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে যান চলাচল সীমিত রাখা হবে।

এতে বলা হয়, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

GOVT

Chokroanimation

Scroll to Top