শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লকি ফার্গুসন। তবে একই ম্যাচে চোটে পড়েন তিনি। চোটের কারণেই লঙ্কানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। চোটের কারণে ওয়ানডে সিরিজে না খেলেই দেশে ফিরতে হচ্ছে ৩৩ বছর বয়সী এই পেসারকে। অথচ এই ম্যাচ দিয়েই হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছিলেন লোকি ফার্গুসন।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কাফ ইঞ্জুরিতে পড়েন কিউই পেসার লকি ফার্গুসন। নিউজিল্যান্ডকে ১০৮ রানের স্বল্প পুঁজি নিয়ে জয়ের বড় অবদান রেখেছিলেন তিনি৷ করেছিলেন হ্যাটট্রিকও। নিজের দ্বিতীয় ওভার বোলিং করার সময় অস্বস্তি অনুভব করেছিলেন ফার্গুসন। এরপরে মাঠ ছেড়ে চলে যান এবং পরবর্তীতে ওই টি-টোয়েন্টিতে আর খেলতে পারেননি তিনি।
চোটের প্রাথমিক অবস্হার ভিত্তিতে তাকে শ্রীলঙ্কা সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। চোটের বিষয়ে বিস্তারিত জানতে নিউজিল্যান্ডে পৌঁছানোর পর তার স্ক্যান করার কথা রয়েছে। এরইমধ্যে তার বদলি হিসেবে আরেক পেসার অ্যাডাম মিলনেকে ডাকা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড ফার্গুসনের এমন অবস্থায় বেশ হতাশ, ‘আমরা লকির( ফার্গুসন) জন্য হতাশ। সে মাত্র দুই ওভারেই দেখিয়েছে সে বল হাতে কতটা গুরুত্বপূর্ণ এবং এই দলে সে নেতৃত্বের ছাপ এনেছে। তাকে ওয়ানডে সিরিজে আমরা মিস করব। এভাবে ছিটকে যাওয়া মেনে নেওয়া কঠিন। কিন্তু আমরা আশাবাদী সে দ্রুতই ফিরবে।’
২০১৬ সালে ফার্গুসনের অভিষেকের পর থেকে নিউজিল্যান্ডের হয়ে একটি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন। সাদা বলের কিউইদের গুরুত্বপূর্ণ সদস্য ফার্গুসন৷ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে ষষ্ঠ হ্যাটট্রিক করেছেন তিনি।