ইসি পুনর্গঠনের সার্চ কমিটিতে গায়ক তাহসানের মা – DesheBideshe

ইসি পুনর্গঠনের সার্চ কমিটিতে গায়ক তাহসানের মা – DesheBideshe

ইসি পুনর্গঠনের সার্চ কমিটিতে গায়ক তাহসানের মা – DesheBideshe

ঢাকা, ০১ নভেম্বর – নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। কমিটির সদস্যপদ পেয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

তাহসান খানের মা জিন্নাতুন নেছা তাহ্‌মিদা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাশ করেন এবং ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আইএ/ ০১ নভেম্বর ২০২৪



Scroll to Top