Last Updated:
Man Accused Police Officer for Dirty Message: এক ব্যক্তির অভিযোগ, কিছুদিন আগে তার স্ত্রী থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন। স্বামী এখন বলছেন যে দারোগা তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং সংসারের অশান্তি উস্কে দিচ্ছে।
কাণপুর: রাতের পর রাত স্ত্রীকে অশ্লীল মেসেজ থানার দারোগার, আর তাই তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালেন এক ব্যক্তি৷
কানপুরে ঘটেছে ঘটনাটি৷ গ্বালতোলিতে এক ব্যক্তির দাবি, পুলিশ দারোগা তার স্ত্রীর সঙ্গে অশ্লীল কথা বলছে। স্বামী এবং স্ত্রীর মধ্যে সমস্যা বেড়ে গিয়ে থানা পর্যন্ত গড়িয়েছে। সেখানে স্বামী দারোগার কাছে অনুরোধ করেছিলেন, যে তিনি যেন স্ত্রীকে বুঝিয়ে সমস্যার সমাধান করেন। কিন্তু এখন তিনি অভিযোগ করছেন, সেই দারোগাই রাতে তার স্ত্রী-এর সঙ্গে অশ্লীল কথাবার্তা চালিয়েছে দিনের পর দিন।
আরও পড়ুন: এয়ারপোর্টে পড়েছিল চারটি ব্যাগ, খুলতেই চমকে গেল পুলিশ! যা মিলল…
এলাকার এক ব্যক্তির অভিযোগ, কিছুদিন আগে তার স্ত্রী থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। স্বামী এখন বলছেন যে দারোগা তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং সংসারের অশান্তি উস্কে দিচ্ছে।
স্বামী অভিযোগ, তিনি দারোগার সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রিন্ট নিয়ে পুলিশের কাছে সাহায্য চাইতে গেছেন। তার দাবি, দারোগা স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করার বদলে তাকে উস্কে দিচ্ছে। দারোগার কথার ভিত্তিতে স্ত্রী এখন তার বিরুদ্ধে ডিভোর্স দিতে চায়। কিন্তু ঘটনা হল, পুলিশও এখন এই বিষয়ে ব্যক্তিকে সাহায্য করছে না৷ তাই তিনি একপ্রকার বাধ্য হয়েই মিডিয়ার কাছে সাহায্য চেয়েছেন।
আরও পড়ুন: অযোধ্যায় একসঙ্গে জোড়া বিশ্বরেকর্ড, জ্বলল ২৫ লক্ষেরও বেশি প্রদীপ! আনন্দে ভাসলেন যোগী
ওই ব্যক্তি আরও জানান, তিনি দারোগার মাধ্যমে স্ত্রী-এর সঙ্গে ঝামেলার সমাধানের জন্য গিয়েছিলেন, কিন্তু সেই দারোগা এখন তার সংসার ধ্বংস করে দিয়েছে। দারোগা রাতের পর রাত তার স্ত্রীকে অশ্লীল কথাবার্তা বলছে এবং তাকে উস্কে দিচ্ছে। স্বামী ডিসিপি-র কাছে সাহায্য চেয়েছেন এবং এখন ডিসিপির নির্দেশে তদন্তের রিপোর্টও চাওয়া হয়েছে।
Kolkata,West Bengal
October 31, 2024, 6:04 PM IST