চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে তার ব্যক্তিগত পারফরম্যান্সে ভাটা পড়তে শুরু করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টেও ব্যাট (৭ ও ২৩ রান) হাতে ব্যর্থ হন টাইগার অধিনায়ক। যা তার বিরুদ্ধে চলমান সমালোচনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এরই মাঝে গুঞ্জন উঠেছে সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছিল ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ।
পরে আজকে বোর্ড সভায় বসার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।’
‘যদি এমন কিছু হয় তাহলে ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও আমরা আলোচনা করব। আমিও জানি না এই ব্যাপারে। আমি আপনাদের মতোই শুনেছি। দেখেন যদি না চায়, সরাসরি বলা উচিত, আমি করতে চাই না। ধন্যবাদ বলে ছেড়ে দিলাম। আমি চট্টগ্রামে আজ রাতে যাচ্ছি। কাল বা এর পরের দিনের মধ্যে কোচ ও দলের সঙ্গে বসবো, এরপর আপনাদের জানাতে পারব।’