কম্বোডিয়াকে হারাতে প্রস্তুত বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

কম্বোডিয়াকে হারাতে প্রস্তুত বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে কম্বোডিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের লড়াইয়ে শনিবার স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের দল। কম্বোডিয়াকে হারিয়েই বাছাই শুরু করতে চায় বাংলাদেশের বয়সভিত্তিক দলটি।

‘বি’ গ্রুপের বাছাইয়ে আয়োজক কম্বোডিয়া। স্বাগতিকরা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপিন্স ও ম্যাকাও। কম্বোডিয়ার বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় নামবে লাল-সবুজের দল। আগেরদিন প্রস্তুতি সেরে নিয়েছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যদল। অনুশীলন শেষে আশারবাণী শোনালেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

GOVT

‘কালকে আমাদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ কম্বোডিয়া। তারা হোস্ট টিম, অবশ্যই কঠিন ম্যাচ হবে আমাদের জন্য। তবে অসম্ভব কিছু না, ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে আমি আশা করি আমরা জয় নিয়ে ফিরতে পারবো।’

অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার রিফাত কাজীর ‍মুখেও আশার কথাই আসল। বলেছেন, ‘আমরা এএফসি অনূর্ধ্ব-১৭ কোয়ালিফাই করার জন্য কম্বোডিয়াতে আসছি। আমাদের পুরো টিম সুস্থ আছে। আমরা ফিনিশিং-ক্রসিং এগুলো নিয়ে কাজ করেছি। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি আগামীকাল ভালো কিছুই করবো।’

Chokroanimation

Scroll to Top