দায়িত্ব নিতে বাংলাদেশে এলেন নতুন কোচ সিমন্স – DesheBideshe

দায়িত্ব নিতে বাংলাদেশে এলেন নতুন কোচ সিমন্স – DesheBideshe

দায়িত্ব নিতে বাংলাদেশে এলেন নতুন কোচ সিমন্স – DesheBideshe

ঢাকা, ১৬ অক্টোবর – বাংলাদেশের নতুন হেড কোচ ঢাকায় পা রেখেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকাল ৯টায় তিন এসে পৌঁছান।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসেছে। জানা যায়, একই ফ্লাইটে ঢাকায় এসেছেন ফিল সিমন্স। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট নেয় দক্ষিণ আফ্রিকা দল। সিমন্স ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সেখানে তাদের সঙ্গে যোগ দেন।

আজ বিশ্রামের পর আগামীকাল বৃহস্পতিবার জাতীয় দলের প্র্যাকটিস সেশনে যোগ দেবেন টাইগারদের নতুন হেড কোচ।

এর আগে গতকাল নতুন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্সের নাম জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

৬১ বছর বয়সী সিমন্স দুই মেয়াদে নিজ অঞ্চল উইন্ডিজের কোচ ছিলেন। এছাড়া তিনি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের কোচ হিসেবেও কাজ করেছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৬ অক্টোবর ২০২৪

Scroll to Top