‘আমরা চাপ অনুভব করি না, উপভোগ করি’ | চ্যানেল আই অনলাইন

‘আমরা চাপ অনুভব করি না, উপভোগ করি’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে আগের দুম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে স্বাভাবিকই কিছুটা চাপ নিয়ে নামার কথা আলবিসেলেস্তেদের। কিন্তু মাঠে শুরু থেকে আধিপত্য দেখা যায় লিওনেল স্কালোনির শিষ্যদের। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন বাহিনী। শেষে কোচের ভাষ্য, শিষ্যরা চাপ অনুভব করেন না বরং উপভোগ করেন।

বুয়েন্স আয়ার্সে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুর্দান্ত হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্টে মেসিময় ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ ধরে রাখল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে অন্য তিনটি গোল করেছেন লৌতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

GOVT

পরে ৪৬ বর্ষী স্কালোনি বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য সহজ ছিল না। আগের ম্যাচের পর দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং স্বাধীনভাবে খেলেছে। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করেছি। কিন্তু যখন এভাবে জিতবেন, সেটি আরও বড় অর্থ বহন করে। তখন নিজেদের মধ্যে তাড়না জাগে একইভাবে কীভাবে আমরা পরের ম্যাচগুলো খেলতে পারি।’

‘মনে করি আমাদের খেলোয়াড়রা বল দখলে রাখতে ব্যাকুল হয়ে থাকে এবং নিজেদের মধ্যে পাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। চাপের মধ্যে তারা আক্রমণ ও গোল পেতে উৎসাহিত হতে থাকে। প্রতিপক্ষকে আটকে রাখতেও যথেষ্ট সচেতন। ভক্ত-সমর্থকদের খুশি করতে পারাও আমাদের জন্য দারুণ একটি ব্যাপার। আমরা চাপ অনুভব করি না, এটি উপভোগ করি।’

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আর্জেন্টিনা। শেষ তিন ম্যাচে একটি করে হার ও ড্র রয়েছে স্কালোনির দলের।

১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া, সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে। ব্রাজিল ১৬ পয়েন্ট নিয়ে আছে চারে।

Scroll to Top