এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর সামনে রেখে নতুন গভর্নিং কাউন্সিল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের ড্রাফট হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৪ সদস্যের গভর্নিং কাউন্সিলের কথা জানান ফারুক আহমেদ।
কাউন্সিলেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন মাহবুব আনাম ও ফাহিম সিনহা। প্লেয়ার্স ড্রাফটে কমিশনারের দায়িত্বও পালন করেন দীর্ঘদিন ধরে বোর্ড পরিচালকের পদে থাকা মাহবুব আনাম।
সবশেষ বিপিএলে গভর্নিং কাউন্সিলের প্রধান ছিলেন শেখ সোহেল। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হদিস নেই তাদের। তাদের জায়গায় দায়িত্ব নিয়েছে ফারুকের নেতৃত্বাধীন গভর্নিং কাউন্সিল।
বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি ভারপ্রাপ্ত। আমার তো লোকই নেই, তাই অনেক দায়িত্ব নিতে হচ্ছে। এখন থেকে আমরা ক্রমেই উন্নতি করার চেষ্টা করব। সবকিছু একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি। যেভাবে ভালো করা যায়। নতুন অনেককিছু করার চেষ্টা করছি। বাকিটা মাঠে যখন বল গড়াবে, তখন বোঝা যাবে। আমি বলব না যে, প্রথমবারেই সব পারফেক্ট হবে। তবে নিয়মকানুনসহ সবদিক থেকে আগের চেয়ে ভালো হবে।’