এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে চার ম্যাচে দুটিতে জিতেছে ভারত। ৪ পয়েন্ট নিয়ে সেমির আশা টিকে ছিল। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান জয় পেলে রাস্তাটা খুলতে পারত ভারতের। তা আর হয়নি। পাকিস্তানকে বিধ্বস্ত করে সেমিতে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে নিউজিল্যান্ড।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাটে নামা কিউইবাহিনী নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১১০ রান তোলে। জবাবে ১১.৪ ওভারে গুটিয়ে যায় পাকিস্তান। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ নিউজিল্যান্ড। সব ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তান আসর শেষ করল কেবল একটি জয় নিয়ে।
আগে ব্যাটে নামা কিউইদের সর্বোচ্চ ২৯ রান ওপেনার সুজি বেটসের। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ব্রুক হ্যালিডে। সোফিয়ে ডিভাইন ১৯ এবং জর্জিয়া পিলমার ১৭ রান করেন।
পাকিস্তান বোলারদের হয়ে নাসরা সান্ধু চার ওভার বল করে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন।
জবাবে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ২৮ রানে ৫ ব্যাটারকে হারায় তারা। নিদা দার ও ফাতিমা সানা হাল ধরেন। ৫২ রানের জুটি ভাঙে নিদা ফিরে গেলে। পরে মাত্র ৪ রান যোগ করে গুটিয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ২১ রান করেন ফাতিমা সানা। মুনীবা আলি করেন ১৫ রান।
কিউই বোলারদের হয়ে অ্যামেলিয়া কের ৩টি উইকেট নেন। দুটি উইকেট নেন এডেন গার্সন।