পাঁচ দিন বিরতির পর আবারও মিয়ানমারের মংডুতে মুহুর্মুহু বিস্ফোরণ

পাঁচ দিন বিরতির পর আবারও মিয়ানমারের মংডুতে মুহুর্মুহু বিস্ফোরণ

বাসিন্দারা বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধ পুনরায় তুমুল হওয়ায় বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এসব শব্দ মর্টার শেল ও বোমা বিস্ফোরণের। মংডু টাউনশিপের আশপাশের সুধাপাড়া, মংনিপাড়া, সিকদারপাড়া, উকিলপাড়া ও নয়াপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হচ্ছে।

মিয়ানমারের মংডু টাউনশিপের বিপরীতে নাফ নদের এপারে টেকনাফের সাবরাং এলাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, এক সপ্তাহ ধরে মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের বাসিন্দারা কিছুটা স্বস্তিতে ছিল। হঠাৎ করে ভোররাতে আবারও বিস্ফোরণের শব্দে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Scroll to Top