এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ডিসেম্বরের শেষ সপ্তাহে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। সরাসরি সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে টেনেছে চিটাগং কিংস। চলতি পরিস্থিতিতে সাকিবের বিপিএলে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কিংসের মালিক সামির কাদের চৌধুরী অবশ্য শঙ্কা উড়িয়েই দিচ্ছেন। সাকিব খেলতে পারবেন, নিশ্চিত হয়েই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের ড্রাফট হয়েছে। সেখানে সাকিবকে দলে টানা সংক্রান্ত প্রশ্নে সামির কাদের জানিয়েছেন এমনটা। সাকিবের খেলার বিষয়ে কোনো সমস্যা হবে না বলেই আশাবাদী তিনি।
‘আমরা সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে, তখন আমরা চুক্তি করেছি। এছাড়া আমরা রংপুরের সঙ্গেও আলাপ করেছি যে, সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’
‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছি। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর পরে (বিপিএলে) অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশা করি সবার আশা পূরণ করতে পারব।’