এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগের আসরের মতোই ফরচুন বরিশাল জার্সিতে বিপিএল মাতাতে দেখা যাবে তিন পাণ্ডব তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তামিম-মুশফিককে ধরে রাখার পর ড্রাফট থেকে তারা সদ্যই আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বলা মাহমুদউল্লাহকে ডেকে নিয়েছে, দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
এছাড়া বরিশাল সরাসরি চুক্তিতে দলে নেয় হার্ডহিটার ব্যাটার তাওহীদ হৃদয়কে। ‘বি’ ক্যাটাগরি থেকে ফ্র্যাঞ্চাইজিটি নিয়েছে বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি হোটেলে। এবারও অংশ নিচ্ছে ৭ দল। মাঠের লড়াই শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর।