ক্যাচ ছাড়া-ডটবল, সমস্যার শেষ নেই বাংলাদেশ দলে | চ্যানেল আই অনলাইন

ক্যাচ ছাড়া-ডটবল, সমস্যার শেষ নেই বাংলাদেশ দলে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের প্রধান কোচ হাসান তিলকারত্নে। যিনি শ্রীলঙ্কা দলের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন। প্রধান কোচের শক্তিশালী জায়গার প্রসঙ্গ টেনে বিশ্বকাপে মেয়েদের দুর্বল ফিল্ডিং নিয়ে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক। বিনা বাক্যে তিলকারত্নে মেনে নিয়েছেন বাংলাদেশের দুর্বল ফিল্ডিংয়ের কথা।

সংবাদ সম্মেলনে তার উত্তর ছিল, ‘হ্যাঁ, আমাদের ফিল্ডিং অবশ্যই স্ট্যান্ডার্ডের নিচে। তিন ম্যাচে আমরা মোট ৯টি ক্যাচ ছেড়েছি। এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। বিশেষত, বিশ্বকাপের মতো আসরে নিজেদের এ ভুল লুকিয়ে রাখা সম্ভব নয়।’

GOVT

‘দলের ফিল্ডিংয়ের এমন অবস্থা আমাদের সকলের জন্য উদ্বিগ্নের একটি বিষয়। আমরা যখন বাংলাদেশে ফিরে যাব, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

বিবর্ণ ব্যাটিং নিয়ে তিলকারত্নে বললেন, ‘ব্যাটিং নিয়ে আমরা উদ্বিগ্ন। ডটবল নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়গুলো নিয়ে আমরা এখনও কাজ করছি। গত ম্যাচে আমাদের ৫৭টি ডট বল গেছে। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ৬৩টি ডটবল দিয়েছিলাম। এ বিষয়গুলো আমাদের উন্নতি করতে হবে।’

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। খেলা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

Scroll to Top