এমবাপে-এন্ড্রিকে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

এমবাপে-এন্ড্রিকে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের


স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৪

এই মৌসুমে নতুন ফরম্যাটে শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগ। তবে ফরম্যাট নতুন হলেও রিয়াল মাদ্রিদ টুর্নামেন্ট শুরু করল চিরচেনা রূপেই। সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ম্যাচে দুর্দান্ত কিলিয়ান এমবাপে, এন্ড্রিকে স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বার্নাব্যুতে ম্যাচের শুরুতে অবশ্য দাপট দেখিয়েছে স্টুটগার্টই। ৮ মিনিটে গোলের দারুণ সুযোগ এসেছিল মিলটের সামনে। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। ১৪ মিনিটে সেই মিলট আবার গোল মিস করেছেন। দুই মিনিট পর স্টিলারও হাতছাড়া করেছেন গোলের সহজ সুযোগ। ২৮ মিনিটে উনদাভের শট পোস্টে লেগে ফিরে আসলে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ হারায় স্টুটগার্ট।

৩৫ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে ভিএআরের সাহায্য নিয়ে সেটা বাতিল করেন রেফারি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।

দ্বিতীয়ার্ধে দেখা গিয়েছে ভিন্ন মাদ্রিদকে। ৪৬ মিনিটে দলকে লিড এনে দেন এমবাপে। ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেকেই গোলের দেখা পেলেন তিনি। রদ্রিগোর বাড়ানো বলে গোল করে উল্লাসে ভাসেন এই ফরাসি তারকা। ৫৯ মিনিটে ভিনিসিয়াস গোল পেতে পারতেন, তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে। ৬৮ মিনিটে রিয়ালকে চমকে দিয়ে ম্যাচে সমতা আনে স্টুটগার্ট। লেওয়েলিংয়ের পাসে বল জালে জড়িয়ে দলকে আনন্দে ভাসান উনদাভ।

৮৩ মিনিটে রিয়ালকে আবার লিড এনে দেন রুডিগার। মদ্রিচের কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন রুডিগার। ৯৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোল আসে এন্ড্রিকের পা থেকে। এমবাপের মতো তিনিও রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লীগের অভিষেকেই গোলের দেখা পেলেন।  শেষ পর্যন্ত ৩-১ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

রাতের অন্য ম্যাচে পিএসভিকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। অ্যাস্টন ভিলা ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরেছে জয় দিয়েই। ইয়ং বয়েসকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

সারাবাংলা/এফএম


এন্ড্রিক
কিলিয়ান এমবাপে
চ্যাম্পিয়নস লিগ
রিয়াল মাদ্রিদ

Scroll to Top