ছবিতে দেখুন প্রতিবাদী সংস্কৃতিকর্মীদের মিলনমেলা

ছবিতে দেখুন প্রতিবাদী সংস্কৃতিকর্মীদের মিলনমেলা

আজ বিকেলে শহীদ মিনারে বসেছিল শোবিজ তারকাদের মিলনমেলা। না, তারা কোন শিল্পকর্ম প্রদর্শন কিংবা গ্ল্যামারের ছটা নিয়ে হাজির হননি।

সাফা কবির । ছবি: নূর এ আলম


দেশের এই সময়কে ক্রান্তিকাল বলছেন ভিজ্যুয়াল মিডিয়ার শিল্পী, কলা-কুশলীরা।

রাফিয়াত রশিদ মিথিলা । ছবি: নূর এ আলম


তাইতো এই অস্থির অবস্থা থেকে উত্তরণের জন্য তারা আস্থা রেখেছিলো আন্দোলনরত তরুণ ছাত্রসমাজের উপর।

মুমতাহিনা টয়া । ছবি: নূর এ আলম


এখন ছাত্রসমাজের পছন্দ মতো সরকার বসেছে ক্ষমতায়। তাইতো নতুন সরকারের যাত্রালগ্নে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া সংস্কৃতিকর্মীরা চায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে।

ইরেশ যাকের । ছবি: নূর এ আলম


নিজেদের অস্তিত্বকে জানান দিতেই আজ ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে এই মিলনমেলার আয়োজন করা হয়। সেখানে হাজির হন অনেকেই।

জাকিয়া বারী মম । ছবি: নূর এ আলম


সাধারন মানুষের সঙ্গে মিশে যান জনপ্রিয় তারকারা। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা, কাজী রুখসানা রুমা,

অমিতাভ রেজা ও সাবেরী আলম


সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, অর্চিতা স্পর্শিয়া, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, শাহানা সুমি, রুকাইয়া জাহান চমক, নাজিয়া হক অর্ষা ও তার স্বামী অভিনেতা নূর ইমরান।

আইরিন সুলতানা । ছবি: নূর এ আলম


আরও ছিলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা, নির্মাতা অমিতাভ রেজা, অভিনেতা ইরেশ যাকের, সুমন আনোয়ার, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ।

শাহানা সুমি, সুমন আনোয়ার ও নিশাত প্রিয়ম । ছবি: নূর এ আলম


শুধু শহীদ মিনার নয়, চারুকলার ছবির হাটের প্রাকৃতিক পরিবেশে গান বাজনার আয়োজন করেন শিল্পীরা।

উপস্থাপক মারিয়া নূর । ছবি: নূর এ আলম


দর্শকসারিতে ছিলেন নির্মাতা রেদোয়ান রনি, অভিনেত্রী মিথিলা ও তার বড় বোন মিম, উপস্থাপক মারিয়া নূর, অভিনেত্রী সাফা কবির, টয়া, স্পর্শিয়া প্রমূখ।

ছবির হাটে গানের পরিবেশনা । ছবি: নূর এ আলম


গান গেয়ে শোনান সভ্যতা, আরমিন মূসাসহ বেশ ক’জন শিল্পী।

অর্ষা ও ইমরান দম্পতি। ছবি: নূর এ আলম


Scroll to Top