১৭ নয়, ১২ আগস্ট পাকিস্তানে যাবে লিটন-শান্তরা – Allrounder BD

১৭ নয়, ১২ আগস্ট পাকিস্তানে যাবে লিটন-শান্তরা – Allrounder BD

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। নাজমুল হোসেন শান্তর দলের ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। আগামী ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে আগামীকাল (রবিবার) টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘প্রথম আলো’কে এমনটাই জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

গত কিছুদিনে অনেক কিছুই ঘটে গেছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। কয়েকদিন ধরেই ক্রিকেটাররা মিরপুর-শের-ই-বাংলায় ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে হোটেল থেকে বের হচ্ছেন না কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। যার কারণে কিছুটা হলেও অনুশীলনে সমস্যা হচ্ছে লিটন কুমার দাশদের।

রবিবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে বিসিবি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের আগেভাগেই পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সময়টাতে শান্ত-লিটনদের প্রস্তুতির জন্য সর্বোচ্চ ব্যবস্থা করতে চায় তারা। বিসিবি মূলত সেই সুযোগই কাজে লাগাতে চাইছে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বর্তমানে পাকিস্তানে সফরে আছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি আনঅফিশিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তারা।

Scroll to Top