মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আশেপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়ামের আশপাশে রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের মধ্যে আড়াই শ খাবারের প্যাকেট খাবার বিতরণ করেন বিসিবির মিডিয়া বিভাগের কর্মচারীরা।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পুলিশ সদস্যরাও অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতিতে গেছেন। অবশ্য পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তার জন্যই দায়িত্বে নেই। সড়কে নেই ট্রাফিকের দায়িত্ব পালন করা পুলিশও।
এমন পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। কেউ সিগন্যালে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরার পরামর্শ দিচ্ছেন। এতে ট্রাফিক–বিহীন ঢাকার রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে। রাস্তায় বড় যানজটও দেখা যাচ্ছে না।
সেচ্ছাসেবী শিক্ষার্থীদেরকে অনেকেই ভালোবেসে খাবার, ফুল ও অন্যান্য সামগ্রী দিয়েছেন। সেই ধারাবাহিকতায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিসিবি।