জালের দেখা মেলেনি, সমতায় শেষ শিরোপা মঞ্চের প্রথমার্ধ | চ্যানেল আই অনলাইন

জালের দেখা মেলেনি, সমতায় শেষ শিরোপা মঞ্চের প্রথমার্ধ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে জমে ওঠেছে লড়াই। আক্রমণ-প্রতি আক্রমণে দুদল মেতে উঠলেও জালের দেখা মেলেনি কারো। গোলশূন্য সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ।

বার্লিনে শিরোপা মঞ্চে বল দখলের লড়াইয়ে দাপট দেখাচ্ছে স্পেন। একের পর এক আক্রমণ করলেও ইংল্যান্ডের রক্ষণ পরাস্ত করা সম্ভব হয়নি লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসদের।

বল দখলে পিছিয়ে থাকলে সমান তালেই আক্রমণ করেছিল ফিল ফোডেন ও হ্যারি কেনরা। তবে স্প্যানিশ দেয়াল টপকানো সম্ভব হয়নি।

১২ মিনিটে প্রথম আক্রমণে যায় স্পেন। নিকো উইলিয়ামসকে ঠেকিয়ে দেন জন স্টোনস। কর্নার পায় স্পেন। রবিন ডি নরমান্ড কর্নার কিকে আসা বলে শট নিলেও গোলবারের দেখা পেতে ব্যর্থ হন। ১৭ মিনিটে আক্রমণে যায় ইংল্যান্ড। ডেকলান রাইসকে প্রতিহত করেন মার্ক কুকুরেল্লা।

৩৫ মিনিটে দানি ওলমো গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। গোলরক্ষক পিকফোর্ড ঠেকিয়ে দেন ডি বক্সের বাইরে থেকে নেয়া শট। ৪৩ মিনিটে আলভারো মোরাতাকেও প্রতিহত করেন পিকফোর্ড।

দুই মিনিট পর সহজ গোলের সুযোগ মিস করেন হ্যারি কেইন। উনাই সিমনকে পরাস্ত করা সম্ভব হয়নি তার। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সের মধ্য থেকে নেয়া ফিল ফোডেনের শট ঠেকিয়ে দিয়ে স্পেনকে গোল হজম থেকে রক্ষা করেন সিমন।

Scroll to Top