অগোছালো চেন্নাই দল নিয়ে চিন্তায় ফ্লেমিং! – Allrounder BD

অগোছালো চেন্নাই দল নিয়ে চিন্তায় ফ্লেমিং! – Allrounder BD

অগোছালো চেন্নাই দল নিয়ে চিন্তায় ফ্লেমিং! – Allrounder BD

শেষ ওভারে জিততে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের প্রয়োজন ছিল ১৭ রান। এক নো বলের সঙ্গে তিন বলেই ১৯ রান দিয়ে প্রতিপক্ষের জয়ের রাস্তা একেবারেই সহজ করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তার এমন পারফর্ম্যান্সে সমালোচনা যেমন হচ্ছে, চিন্তা বাড়ছে চেন্নাই সুপার কিংসেরও। দুই ম্যাচ পরেই দেশে ফিরছেন মুস্তাফিজ। টাইগার পেসারকে ফেরত পাঠানোর আগেই নিজেদের গুছিয়ে নিতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের আশা দ্রুতই মুস্তার বিকল্প পেয়ে যাবে চেন্নাই। ‘দ্য কাটার মাস্টার’ চলে গেলেও এমন এক দল পেতে চান ফ্লেমিং যেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করেই খেলতে পারে ধোনি-জাদেজার দল।

“কয়েক ম্যাচ পরই মুস্তাফিজ চলে যাচ্ছে তাই আমাদের আরেকটি পরিবর্তন আনতে হবে। তাই আমরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি এবং আমরা এমন একটা দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত আমরা প্রভাব বিস্তার করতে পারি”-জানিয়েছেন ফ্লেমিং

আট ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে এখন চেন্নাই। মুস্তার রান বিলানো, দেশে ফেরা তো আছেই। সেই সাথে দলের ক্রিকেটারদের চোট, রাচিন রবীন্দ্র-ড্যারিল মিচেলদের অফফর্ম সবকিছু মিলিয়েই চিন্তায় বর্তমান চ্যাম্পিয়নরা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তাই আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে মূল জিনিস হচ্ছে ক্রিকেটাররা সঠিক জায়গায় অবদান রাখতে পারছে কিনা এবং ফর্মে আছে কিনা। যেটাতে (কম্বিনেশন তৈরিতে) কিছুটা সময় লাগে। হ্যাঁ, এখানে অনেক পরিবর্তন আনতে হয়েছে। কয়েকটা ফর্মের কারণে, আর কয়েকটা আমরা বাধ্য হয়ে করেছি।” 

Scroll to Top