আবদুর রাজ্জাক আরও বলেন, রেজাউলকে কেউ চিনছিলেন না। পরে মোটরসাইকেলের পেছনে থাকা ইফতারির খালি প্যাকেটের দোকানে যায় পুলিশ। জানা যায়, বাড়িতে অনুষ্ঠানের জন্য বায়া এলাকা থেকে তিনি ওই খালি প্যাকেট কেনেন। অন্যদিকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে তাঁকে খুঁজতে থাকে। একপর্যায়ে জানা যায়, ভুগরইল শিহাবের মোড়ে এক তরুণ নীল রঙের এমন একটি মোটরসাইকেল চালান। এরপর বাড়িতে গিয়ে রেজাউলকে আটক করা হয়।
পুলিশ জানায়, রেজাউলের চাচাতো ভাইয়ের বাড়ি থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁকে কাল সোমবার আদালতে সোপর্দ করা হবে।