এবার সুবিধা করতে পারলেন না মুস্তাফিজ – Allrounder BD

এবার সুবিধা করতে পারলেন না মুস্তাফিজ – Allrounder BD

এবার সুবিধা করতে পারলেন না মুস্তাফিজ – Allrounder BD

গত দুই ম্যাচে ৬ উইকেট শিকার করে বেগুনি ক্যাপটা নিজের দখলে রেখেছেন মুস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ম্যাচে হতাশ করেছেন কাটার মাস্টার। ৪ ওভারে খরচ করেছেন ৪৭ রান। প্রাপ্তি ডেভিড ওয়ার্নারের উইকেট। চেন্নাই সুপার কিংসের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি খরুচে ছিলেন টাইগার পেসার।

পাওয়ারপ্লের শেষ ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনেন রুতুরাজ গাইকোয়াড়। নিজের প্রথম ওভারে চেন্নাই সুপার কিংস অধিনায়ককে হতাশ করেছেন কাটার মাস্টার। প্রথম বলেই তাকে বাউন্ডারি মেরে স্বাগত জানান ওয়ার্নার। ঐ ওভারে ফিজ খরচ করেন ১৮ রান।

নিজের পরের ওভারে এসেই চেন্নাইকে ব্রেক-থ্রু এনে দেন মুস্তাফিজ। টাইগার পেসারের বলে রিভার্সস্কুপ করেছিলেন ওয়ার্নার, শট থার্ডম্যানে দুর্দান্ত ক্যাচ নেন মাথিশা পাথিরানা। নিজের দ্বিতীয় ওভারে উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ৫ রান খরচ করেন মুস্তাফিজ।

কাটার মাস্টারকে আবারও ইনিংসের আঠারতম ওভারে আক্রমণে আনেন গাইকোয়াড়। এবারও চেন্নাই অধিনায়কে হতাশ করেন মুস্তাফিজ। এবার তিনি খরচ করেন ১৩ রান। শেষ ওভারেও সুবিধা করতে পারেননি মুস্তাফিজ। টাইগার পেসার দিয়েছেন ১২ রান। সব মিলিয়ে ফিজের বোলিং ফিগারটা এমন ৪ ওভার শেষে ৪৭ রানে ১ উইকেট।

Scroll to Top