জ্যোতি-ফাহিমাদের শক্তির পার্থক্য বোঝাল অস্ট্রেলিয়া – Allrounder BD

জ্যোতি-ফাহিমাদের শক্তির পার্থক্য বোঝাল অস্ট্রেলিয়া – Allrounder BD

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতেও স্কোরবোর্ডে একশো রান তুলতে পারেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে সেই ধারা থেকে বের হয়ে ১২৬ রান করলেও ১০ উইকেটের ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২ রানে ডাক মেরে ফিরেছেন সোবহানা মোস্তারি। মুর্শিদা খাতুন ও জ্যোতি মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি দুজনের কেউই। করেছেন ওয়ানডে সুলভ ব্যাটিং।

২৭ বলে ১ বাউন্ডারিতে ২০ রান করে মুর্শিদা ফিরলে ভাঙে ৫৭ রানের জুটি। এরপর উইকেটে আসা ফাহিমা খাতুন করেছেন দারুণ ব্যাটিং। ২১ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ রানের ইনিংস খেলেছেন তিনি।

৬৪ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন নিগার সুলতান জ্যোতি

বাংলাদেশ মূলত ১২৬ রানের সংগ্রহ পেয়েছে জ্যোতির কল্যাণে। টাইগ্রেস অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ বলে ৭ বাউন্ডারিতে ৬৩ রান করে।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট শিকার করেছেন সোফি মলিন্যাক্স। ১টি করে উইকেট নিয়েছেন টায়লা ভ্লামিক ও জর্জিয়া ওয়্যারহাম।

১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন দুই অজি ওপেনার আলিশা হিলি ও বেথ মুনি। মারুফা আক্তার-নাহিদা আক্তারদের কোনো পাত্তাই দেননি তারা। দুজনেই করেছেন টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং।

হিলি-মুনি দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন অজি অধিনায়ক। মুনি ফিফটি করতে অধিনায়কের চেয়ে খেলেছেন এক বল বেশি (৩৫)। দুজনেই ম্যাচ শেষ করে তবেই মাঠ ছেড়েছেন। ৭ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। হিলি অপরাজিত ছিলেন ৪২ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৫ রান করে, মুনির সংগ্রহ অপরাজিত ৫৫ রান।

মারুফা আক্তার ও সুলতানা খাতুন নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট নিতে পারেননি। বাংলাদেশের বাকি বোলাররা এদিন সবাই ছিলেন বেশ খরুচে।

Scroll to Top