নির্বাচন করতে পারছেন না, জানার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনার কবলে জ্যাকব জুমা

নির্বাচন করতে পারছেন না, জানার কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনার কবলে জ্যাকব জুমা

আদালত অবমাননার দায়ে ২০২১ সালে কারাগারে যেতে হয়েছিল জুমাকে। এতে তাঁর রাজনৈতিক জীবন বড় ধরনের ধাক্কা খায়। ২০২৪ সালের নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে চাইছেন জুমা। নবগঠিত দল এমকের হয়ে জুমা প্রচারণা চালাচ্ছেন।

যদিও জুমার মুখপাত্র নাহলামোউলো নাধহলেলা অভিযোগ করেছেন, এই গাড়ি দুর্ঘটনা কাকতালীয় কোনো বিষয় নয়। তবে অভিযোগের তির কার দিকে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

Scroll to Top