ইনজুরিতে বাংলাদেশ সফর শেষ মাদুশঙ্কার – DesheBideshe

ইনজুরিতে বাংলাদেশ সফর শেষ মাদুশঙ্কার – DesheBideshe

ইনজুরিতে বাংলাদেশ সফর শেষ মাদুশঙ্কার – DesheBideshe

ঢাকা, ১৭ মার্চ – বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ সোমবার (১৮ মার্চ)। সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় ম্যাচটি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাদুশঙ্কাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। ওভারের মাঝপথে টান পেয়ে উঠে গিয়েছিলেন মাঠ ছেড়ে। তখন থেকেই শঙ্কা ছিল মাদুশঙ্কাকে নিয়ে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। ইনজুরির কারণে এই সফরে আর মাঠে নামা হবে না এই লঙ্কান ক্রিকেটারের। দেশে ফিরে যাচ্ছেন তিনি।

রোববার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা দল থেকে জানানো হয়েছে, দেশে ফিরে মাদুশঙ্কা পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন। ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে তা অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ নিয়ে চলমান সফর থেকে দ্বিতীয় কোনো পেসার ছিটকে গেল লঙ্কানদের। এর আগে প্রায় একই ধরনের চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন মাথিশা পাথিরানা। ফলে তৃতীয় টি-টোয়েন্টির একাদশে তার পরিবর্তে নেয়া হয় নুয়ান তুশারাকে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ মার্চ ২০২৪

Scroll to Top