শেষ ওয়ানডেতে থেকে ছিটকে গেলেন তানজিম সাকিব – Allrounder BD

শেষ ওয়ানডেতে থেকে ছিটকে গেলেন তানজিম সাকিব – Allrounder BD

শেষ ওয়ানডেতে থেকে ছিটকে গেলেন তানজিম সাকিব – Allrounder BD

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। টাইগারদের প্রথম দুই ম্যাচের একাদশেই ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডে খেলা হচ্ছে না।

তানজিম সাকিবের তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যাওয়ার বিষয়টি ‘প্রথম আলো’কে নিশ্চিত করেছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে না পারলেও নিয়েছিলেন ১টি উইকেট। সিরিজের প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাকিব। পরে আর বোলিং করতে না হলেও ফিল্ডিংয়ে একটি ক্যাচ নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে পুরো দশ ওভারই করেছিলেন তরুণ এ পেসার।

সাকিব ছিটকে যাওয়ায় স্কোয়াডে পেসার রইল তিনজন- তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের মতো ইনজুরি হানা দিয়েছে লঙ্কান শিবিরেও। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন দিলশান মাদুশাঙ্কা। বাঁহাতি এ পেসারের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।

Scroll to Top