জুয়ার টাকা নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত তরুণের মৃত্যু

জুয়ার টাকা নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত তরুণের মৃত্যু

অভিযোগের বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলেও তিনি ধরেননি।

মামুনের বাবা কিরণ মিয়া বলেন, ছেলের লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করার কথা। লাশ বুঝে পেলে বাড়িতে ফিরবেন। তুচ্ছ ঘটনায় তাঁর ছেলেকে যাঁরা মারধর করে মেরে ফেলেছেন, তাঁদের বিচার চান তিনি।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মামুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাবার করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Scroll to Top