জয় দিয়ে বিপিএল শেষ করতে ঢাকার প্রয়োজন ১৬০ রান – Allrounder BD

জয় দিয়ে বিপিএল শেষ করতে ঢাকার প্রয়োজন ১৬০ রান – Allrounder BD

জয় দিয়ে বিপিএল শেষ করতে ঢাকার প্রয়োজন ১৬০ রান – Allrounder BD

বিপিএলের শুরুটা যেভাবে করেছিল সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাঠে এখনো জিততে পারেনি বন্দর নগরীর দলটি। শনিবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে আগে ব্যাট করে ১৫৯ রান সংগ্রহ করেছে শুভাগত হোমের দল।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি চট্টগ্রাম। প্রথম বলেই সৈকত আলীর উইকেট হারায় তারা। জশ ব্রাউনও পারেননি তেমন কিছুই করতে। প্যাভিলিয়নে ফেরার আগে ১৪ বলে করেছেন মাত্র ১১ রান।

তবে ওপেনার তানজিদ হাসান তামিম খেলেছেন দারুণ। টম ব্রুসের সাথে গড়েছেন ৬৫ বলে ৯৫ রানের জুটি। ৩৬ বলে ফিফটির দেখা পান তামিম। তবে ব্রুস ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। প্যাভিলিয়নে ফেরার আগে কিউই ডানহাতি ব্যাটার করেছেন ৩৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৮ রান।

ব্রুস ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তামিম। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৫১ বলে ১ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭০ রান।

রোমারিও শেফার্ড পারেননি ঝড় তুলতে। তাসকিন আহমেদের বলে মোহাম্মদ নাঈমের হাতে ধরা পরার আগে ৮ বলে করেছেন মাত্র ৩ রান।

ঢাকার হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ ২ উইকেট নিতে খরচ করেছেন ৩৮ রান।

Scroll to Top