ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপের সবেচেয়ে দামি ফুটবল দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২২-২৩ মৌসুমের খরচ ক্লাবটি ইউরোপের ইতিহাসের সবচেয়ে দামি দলে পরিণত হয়। উয়েফার গভর্নিং বডি প্রকাশিত সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
‘ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট’ এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ইউনাইটেড গত মৌসুমে ১৪২ কোটি ইউরো কিংবা ১৫২ কোটি ডলারের বেশি খরচ করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ হাজার ৬৩৬ কোটি টাকা। রেড ডেভিলদের খরচের পরিমাণ ২০২০ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের খরচের রেকর্ডকে ছাড়িয়ে যায়। ওই মৌসুমে রিয়ালের খরচ ছিল ১৩৩ কোটি ইউরো অর্থাৎ ১৫ হাজার ৬৬৫ কোটি টাকা।
বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ৮৪১ মিলিয়ন, ম্যানচেস্টার সিটি ৮৩৬ মিলিয়ন, বার্সেলোনা ৮১৫ মিলিয়ন, এবং পিএসজি ৮০৭ মিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে। সবচেয়ে বেশি আয় করা ২০ দলের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ৯টি দল রয়েছে, যাদের গড় আয় ৩২৩ মিলিয়ন ইউরো।
প্রতিবেদনে আরও প্রকাশ হয়েছে, ‘২০২২ সালে, ইংল্যান্ডের ২০টি শীর্ষস্তরের ক্লাবের আয় প্রায় ৫০ দেশের ৬৪২টি ক্লাবের সম্মিলিত আয়ের সমান।’