কথা রাখলেন মন্ত্রী: ৫ বছর পর থামল ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা

কথা রাখলেন মন্ত্রী: ৫ বছর পর থামল ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের সংসদ সদস্য বর্তমান রেলপথমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম কথা দিয়েছিলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ট্রেন থামানোর ব্যবস্থা করবেন। নির্বাচনের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি এবার রক্ষা করলেন রেলমন্ত্রী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দীর্ঘ ৫ বছর পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়াগ্রাম জামালপুর রেলস্টেশনে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যাত্রা বিরতি শুরু করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি নিয়মিত যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল।

ট্রেনের যাত্রা বিরতির খবর পেয়ে স্বপ্নের ট্রেনে উঠতে এবং দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত উৎসুক জনতা ভিড় করতে থাকেন নলিয়াগ্রাম জামালপুর রেলস্টেশনের চারপাশে। টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. কাওসার মাহমুদ। যাত্রাবিরতির প্রথম দিনে টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। প্রথমদিনের সব যাত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু। দূরদূরান্ত থেকে আসা উৎসুক জনতার জন্য ব্যবস্থা করেন খাবারেরও। ট্রেনের সব যাত্রীদের সম্মানার্থে বাদক দলের মাধ্যমে ঢাক-ঢোল বাজানো হয়।

রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। রেলমন্ত্রী কথা রেখেছেন। তারা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আয়োজন করা হয়, আলোচনা সভার। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

কথা রাখলেন মন্ত্রী: ৫ বছর পর থামল ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন তার বক্তব্য বলেন, নলিয়াগ্রাম জামালপুর রেলস্টেশনটি একটি ঐতিহ্যবাহী স্টেশন। কিন্তু এখানে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি থামতো না। ফলে এ এলাকার সাধারণ যাত্রীরা এই ট্রেনটির সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। রেলপথ মন্ত্রীর নির্দেশক্রমে রেল বিভাগ কর্তৃপক্ষ যাত্রীদের উন্নত রেল সেবা প্রদানের লক্ষ্যে এখানে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করছি এ এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু বলেন, মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম যা প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন। রাজবাড়ী-২ আসনের তিনটি উপজেলায় তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তিনি উন্নয়নমূলক কাজ নিষ্ঠা ও সততার সাথে বাস্তবায়ন করেন।

ঐতিহ্যবাহী কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনটি লোকসানের অজুহাত দেখিয়ে ১৯৯৬ সালের দিকে বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। দীর্ঘ ২২ বছর পর আওয়ামী লীগ সরকার এই রুটটি ২০১৮ সালে ফের চালু করে। তারপর থেকে প্রতিদিন রাজশাহী-গোবরা-রাজশাহী রুটে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ও ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস লোকাল, নামে দুটি ট্রেন নিয়মিত চলাচল করে আসছে। নলিয়া জামালপুর স্টেশনে লোকাল ভাটিয়াপাড়া ট্রেনটি যাত্রাবিরতি করলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি থামতো না। ট্রেন না থামার কারণে, এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান রেলমন্ত্রী ওয়াদা করেছিলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে নলিয়া জামালপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি থামানোর ব্যবস্থা করবেন। তারই পরিপ্রেক্ষিতে ৫ বছর পর যাত্রাবিরতি শুরু করলো ট্রেনটি।

টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫১ মিনিটে রাজশাহীর উদ্দেশে এবং সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে গোবরার উদ্দেশে নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে। এছাড়া আগের নিয়মেই ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনও যাত্রা বিরতি করবে।

Scroll to Top