প্রিয় মানুষের ভালোবাসা উদযাপন করুন | চ্যানেল আই অনলাইন

প্রিয় মানুষের ভালোবাসা উদযাপন করুন | চ্যানেল আই অনলাইন
প্রিয় মানুষের ভালোবাসা উদযাপন করুন | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

চোখ যেখানেই যাবে, দেখা যাবে ভালোবাসা। শুধু শহর জুড়ে না গোটা বিশ্বব্যাপী দেখা মিলবে আজ ভালোবাসার কারণ, ফেব্রুয়ারি মাস যার জন্য খ্যাত আজ সেই ভালোবাসা দিবস যা ভ্যালেন্টাইন ডে নামেও পরিচিত।

বুধবার ১৪ ফেব্রুয়ারি উদযাপন করা হচ্ছে ভালোবাসা দিবস। একই দিনে তিন পার্বণ পড়ায় এবার বাঙালির উৎসব আনন্দ তিন গুণ। প্রতি বছর ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই দিন প্রিয়জনকে জানান আপনার কাছে সে কতটা ভালোবাসার একজন মানুষ।

Bkash

এই দিনে আপনার প্রিয় মানুষকে মনের সব কথা জানিয়ে দিন। কিছু বিশেষ বার্তা যুক্ত করতে পারেন সাথে:

  • অনেক ভালোবাসি তোমায়, এভাবেই পাশে থেকো।
  • ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যমান থাকে।
  • কল্পনাতে নয়, আমি বাস্তবে তোমায় চাই। ছলনাতে নয়, ভালোবাসায় আমি তোমাকে চাই, ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য আমি তোমায় চাই।
  • ভালোবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। তুমি আমার প্রাণ অনেক ভালোবাসি তোমায়।
  • তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হব না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ।
  • শুধু আজ নয়, আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবস। অনেকটা ভালোবাসি তোমায়।
  • সুখ যদি হৃদয় হত। তুমি হতে হাসি। হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি।
  • শীতের চাঁদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে, হাত দুটি দাও বিলিয়ে। শিশিরের শীতল স্পর্শে জদি শিহরিত হয় তোমার মন, তাহলে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
  • আমাদের এই বন্ধন জন্মজন্মান্তের। তোমায় অনেক ভালোবাসি।
Scroll to Top