ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বন বিভাগ ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নুরুল ইসলাম ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকায় গরু চরাতে যান। সন্ধ্যার দিকে গরুর দল বাড়িতে ফিরে এলেও নুরুল ইসলাম ফিরে আসেননি। স্থানীয় লোকজন ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে তাওয়াকুচা বিটের উত্তরে গারো পাহাড়ের সেগুনেরচালি এলাকার জঙ্গলে নুরুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। পরে রাত সাড়ে আটটার দিকে স্বজনেরা তাঁর লাশ উদ্ধার করে উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের বাড়িতে নিয়ে যান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মৃত ব্যক্তির মুখের বাঁ পাশ থেঁতলানো অবস্থায় দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতির আক্রমণে নুরুল ইসলাম মারা গেছেন।

Scroll to Top