শেয়ারবাজারে ১২টি কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানির সর্বনি¤œ মূল্যস্তর বা ফ্লোরপ্রাইস তুলে দেওয়ার পর থেমে থেমে বড় দরপতন চলছে। সাত কার্যদিবসের লেনদেনে চারদিনের দরপতনেই ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই’র সূচক কমেছে ২শ৪০ পয়েন্ট। রোববার ডিএসই’র প্রধান সূচক ছিলো দেড় বছরের মধ্যে সর্বনি¤œ। তবে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।